লাখাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অর্ধশত
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
আহত যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জগামী লাকী এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫৩১৭৯) বাসটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪:৪৯ মিনিটে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রী কম-বেশি আহত হন, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, আজমিরিগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের আমীর আলীর পুত্র মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০) রসুলপুরের মরুয়ারা (৪৫)।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং গাড়িটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।