ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুগ্ম সচিবের পরিচয়ে অধ্যক্ষের দেওয়া নম্বর থেকে প্রভাষকের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ

আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি::

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন উচাখিলা ইউনিয়নের কারিগরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের দেওয়া এক নম্বর থেকে যুগ্ম সচিবের পরিচয়ে প্রভাষকের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে কলেজের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ ও নীলকন্ঠ আইচ মজুমদারের সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় তিনি ক্ষতিসাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মোস্তফা কামাল তার সহকর্মী নীলকন্ঠ আইচ মজুমদারকে ফোন করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পরিচয়ে একটি নম্বর দেন এবং কলেজের বিষয়ে কথা বলতে বলেন। এতে সন্দেহ হলে প্রভাষকরা ফোন না করায় বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি ওই নম্বর থেকে মানিক চন্দ্র দেবনাথের ব্যক্তিগত ফোনে কল দিয়ে যুগ্ম সচিব পরিচয়ে অধ্যক্ষের সঙ্গে আপস করিয়ে দেওয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে চাকরি ও মানসম্মান ক্ষতির হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী মানিক চন্দ্র দেবনাথ জানান, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, শারীরিক লাঞ্ছনার অভিযোগসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার কারণে ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে সকল প্রভাষক মিলে অভিযোগ দায়ের করা হয়। তিনি ধারণা করছেন, এর প্রতিশোধ নিতেই এই নাটক সাজানো হয়েছে।

অপরদিকে, অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে তাকে ফোন করে ওই নম্বরটি যুগ্ম সচিবের বলে জানানো হয়েছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

যুগ্ম সচিবের পরিচয়ে অধ্যক্ষের দেওয়া নম্বর থেকে প্রভাষকের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাধীন উচাখিলা ইউনিয়নের কারিগরি ও বানিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের দেওয়া এক নম্বর থেকে যুগ্ম সচিবের পরিচয়ে প্রভাষকের কাছে ২ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে কলেজের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ ও নীলকন্ঠ আইচ মজুমদারের সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় তিনি ক্ষতিসাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মোস্তফা কামাল তার সহকর্মী নীলকন্ঠ আইচ মজুমদারকে ফোন করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পরিচয়ে একটি নম্বর দেন এবং কলেজের বিষয়ে কথা বলতে বলেন। এতে সন্দেহ হলে প্রভাষকরা ফোন না করায় বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি ওই নম্বর থেকে মানিক চন্দ্র দেবনাথের ব্যক্তিগত ফোনে কল দিয়ে যুগ্ম সচিব পরিচয়ে অধ্যক্ষের সঙ্গে আপস করিয়ে দেওয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে চাকরি ও মানসম্মান ক্ষতির হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী মানিক চন্দ্র দেবনাথ জানান, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, শারীরিক লাঞ্ছনার অভিযোগসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার কারণে ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে সকল প্রভাষক মিলে অভিযোগ দায়ের করা হয়। তিনি ধারণা করছেন, এর প্রতিশোধ নিতেই এই নাটক সাজানো হয়েছে।

অপরদিকে, অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে তাকে ফোন করে ওই নম্বরটি যুগ্ম সচিবের বলে জানানো হয়েছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464