বিজয়নগরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গাছতলা গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমি বিরোধের জেরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. শাকিল হাসানকে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় এবং তাকে হত্যার হুমকি দেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছতলা গ্রামের মৃত মিছির আলী ১৯৭৭ সালে বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকার বহু মানুষের জমি নিজের নামে রেকর্ড করান এবং বিভিন্নভাবে তাদের হয়রানি করেন। ১৯৮০ সালের ভূমি জরিপের সময়ও তিনি চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অসংখ্য জমি নিজের নামে লিখিয়ে নেন।
তার মৃত্যুর পর তার সন্তানরা একই কৌশলে এলাকায় প্রভাব বিস্তার করতে থাকে। স্থানীয়রা জানান, মিছির আলীর ছেলে জাকির হোসেন, আক্তার হোসেন এবং তাদের পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে অন্যদের জমি দখল করছিলেন। এ নিয়ে বহুবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
মৃত সৈকত আলী ও সামা মিয়ার পরিবার দাবি করছে, তাদের পূর্বপুরুষের বৈধ দলিল থাকা সত্ত্বেও মিছির আলীর পরিবার তাদের জমি জোরপূর্বক দখল করেছে। এ নিয়ে তারা ব্রাহ্মণবাড়িয়া দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নং ৬৯৪/২৫ ইং)। মামলা দায়েরের পর থেকেই বাদীপক্ষ ও তাদের সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
ভূমি দখলের বিষয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক শাকিল হাসান। এতে ক্ষুব্ধ হয়ে মিছির আলীর পরিবারের সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ওপর হামলার চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত রবিবার সকালে জাকির হোসেন, আক্তার হোসেন, হেলেনা বেগম ও রাহেলা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শাকিল হাসানের ওপর হামলা করতে যায়। তবে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
সাংবাদিক শাকিল হাসান বলেন, “আমি যখন আমার বাড়ি থেকে বের হই, তখন অভিযুক্তরা আমাকে গালাগালি করে এবং প্রকাশ্যে জানায়, তারা আমাকে হত্যা করবে। প্রয়োজনে তারা কোটি টাকা খরচ করতেও রাজি এবং জেল খাটলেও সমস্যা নেই।”
এই ঘটনায় তিনি বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন।
এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, “সাংবাদিক শাকিল হাসানকে মিছির আলীর পরিবারের সদস্যরা অনেকদিন ধরেই হুমকি দিয়ে আসছে। তারা বলে, শাকিল যদি মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য সংগ্রহ করে বা বাদীপক্ষের সঙ্গে কথা বলে, তবে তাকে হত্যা করা হবে।”
স্থানীয় বাসিন্দা পায়েল আহমেদ, রায়হান মিয়া, রোজিনা বেগম ও মুরশিদা জানান, “আমরা নিজ কানে শুনেছি, অভিযুক্তরা বলছে, সাংবাদিক শাকিলকে মার্ডার করবে এবং প্রয়োজনে জেল খাটবে। তারা আরও বলছে, শাকিলকে হত্যা করতে কয়েক লাখ টাকা খরচ করবে এবং এর জন্য তারা প্রস্তুত।”
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় আমরা সবসময় তৎপর রয়েছি।”
সাংবাদিক শাকিল হাসান ছাড়াও মৃত সৈকত আলী ও সামা মিয়ার পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের পরিবারের সদস্য শরীফ হোসেন বলেন, “আমাদের জমি দখলের প্রতিবাদ করায় এখন আমাদের জীবনও হুমকির মুখে। অভিযুক্তরা আমাদের চলার পথ বন্ধ করে দিয়েছে, বাজারে গেলে বাজে কথা বলে ও বিভিন্নভাবে হয়রানি করছে।”
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা বলছেন,
“যত দ্রুত সম্ভব অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।”











