বিএনপি ক্ষমতায় এলে বাজেটের ৮% কৃষিতে বরাদ্দ-হাসান জাফির তুহিন
যশোরের বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামে আয়োজিত একটি বৃহৎ কৃষক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন জানিয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা হবে। এই উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হবে।
তুহিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিখাতে এমন একটি নীতি গ্রহণ করা হবে যাতে সারা বছর ধরে কৃষকের মুখে হাসি থাকে। তিনি আরও জানান, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র খোলা হবে এবং কৃষকদের দুর্বিপাক থেকে রক্ষায় শস্য বিমা চালু করা হবে। এছাড়া, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি নতুনভাবে শুরু করা হবে আধুনিক ব্যবস্থাপনায়।
কৃষিবিদ তুহিন বলেন, কৃষি ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপন না হলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়বে। তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং গ্রামাঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বীজ ব্যাংক স্থাপন এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ার উদ্যোগ নেওয়া হবে, যেখানে নারীদেরও যুক্ত করা হবে।
সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মমিনুল ইসলাম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যে বলেন, “বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য পারিবারিক কার্ড ইস্যু করা হবে, যা শুধু নারীদের সুবিধা প্রদান করবে।” তিনি আরও জানান, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।
শহিদুল ইসলাম বাবুল সমাবেশে কৃষকের অবস্থার কথা তুলে ধরে বলেন, “কৃষক উৎপাদন না করলে শহরের মানুষের জীবন চলবে না। কৃষক যে পরিশ্রম করে, তার ফল লুট করে বিদেশে পাচার হচ্ছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচন এলে বিএনপি ক্ষমতায় আসবে এবং কিছু শক্তি তা ঠেকানোর জন্য ষড়যন্ত্র করছে।
সমাবেশে যশোর জেলা বিএনপির নেতাকর্মীসহ হাজার হাজার কৃষক-কিষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেলা বসে এবং গ্রামাঞ্চলের মানুষ সেখানে নানা ধরনের খাবার কিনতে দেখা যায়।