ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে ফেসবুকে পোস্ট দিয়ে মানহানির অভিযোগ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটের রামপালে ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে সম্মানহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার রাজনগর ইউনিয়নের ভুক্তভোগীদের পক্ষ থেকে রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য মো. জালিনুর হাজরা।

জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের বাঁশেরহুলা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. জালিনুর হাজরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, একই ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আবু তালেবের ছেলে আবু হানিফা হাওলাদার গত ১০ ফেব্রুয়ারি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

ওই পোস্টে জালিনুর হাজরা, মো. মাসুদ গাজী ও আওয়াল হাজরার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া, তিনি বিভিন্ন অপপ্রচার চালিয়ে ক্ষতি করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয়। অভিযোগকারী প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু হানিফা হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফেসবুক পোস্টে যা লেখা হয়েছে তা সত্যি। জালিনুর হাজরা বড় ঘের করে এবং বড় বড় কল বসিয়ে পানি তুলে আশপাশের ছোট ঘেরগুলো প্লাবিত করে দেয়, এতে এলাকার মৎস্যচাষিদের ক্ষতি হয়। এছাড়া, সরকারি খাল আটকে মাছ চাষ করায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ফেসবুকে পোস্ট দিয়ে মানহানির অভিযোগ

আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বাগেরহাটের রামপালে ফেসবুকে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে সম্মানহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার রাজনগর ইউনিয়নের ভুক্তভোগীদের পক্ষ থেকে রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য মো. জালিনুর হাজরা।

জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের বাঁশেরহুলা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. জালিনুর হাজরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, একই ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আবু তালেবের ছেলে আবু হানিফা হাওলাদার গত ১০ ফেব্রুয়ারি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

ওই পোস্টে জালিনুর হাজরা, মো. মাসুদ গাজী ও আওয়াল হাজরার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া, তিনি বিভিন্ন অপপ্রচার চালিয়ে ক্ষতি করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয়। অভিযোগকারী প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চেয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু হানিফা হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফেসবুক পোস্টে যা লেখা হয়েছে তা সত্যি। জালিনুর হাজরা বড় ঘের করে এবং বড় বড় কল বসিয়ে পানি তুলে আশপাশের ছোট ঘেরগুলো প্লাবিত করে দেয়, এতে এলাকার মৎস্যচাষিদের ক্ষতি হয়। এছাড়া, সরকারি খাল আটকে মাছ চাষ করায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464