নবনির্বাচিত আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে গণ সংবর্ধনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সদস্য, ময়মনসিংহ জেলা বিএনপিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনসহ বিএনপির সমর্থিত হাজারো মানুষের পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫টায় ঈশ্বরগঞ্জ পৌরসভাস্থ চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপিসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে বিকেল থেকেই প্রত্যেক ইউনিয়ন থেকে নবনির্বাচিত আহ্বায়ককে অভিনন্দন জানিয়ে ব্যানার নিয়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সমর্থক ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুর অনুসারীরা চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি ও সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক ঈশ্বরগঞ্জ বিএনপি ও সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম জিকু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সদস্য সচিব, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট আজিজুল হক সোহাগ (সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি), পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, সদস্য সচিব হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে অভিনন্দন জানান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।