নগরীতে সড়ক ফুটপাত ও দখলদারদের অপসারণ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
আজ ১৩ ফেব্রুয়ারি খুলনা নগরীর বয়রা বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের অপসারণ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। অভিযানে নেতৃত্ব দেন কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না।
অভিযানে ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনা করার জন্য কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। হোটেল ব্যবসায়ী মনির কাজীকে ৩ হাজার টাকা, হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ মুজিবরকে ২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না করার জন্য পাবনা মিষ্টি ঘর এর সত্ত্বাধিকারী দীন ইসলামকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে জলিল সরনীর হোটেল সাদ এর মালিক আব্দুর রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন এবং কেএমপির সদস্যরা। কেসিসি জানিয়েছে, জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :