দিনাজপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় বিমল চন্দ্র রায় (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিমল চন্দ্র রায় জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতৈল ইউনিয়নের নাড়াইল গ্রামের মৃত সেধেন চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী স্বপন চন্দ্র রায় (৩৫) ও বিমল চন্দ্র রায় (৫৫) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমল চন্দ্র রায় (৫০) তার ভাতিজার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। তার সঙ্গে একই মোটরসাইকেলে ছিলেন স্বপন চন্দ্র রায় ও বিমল চন্দ্র রায় (৫৫)। কল্যাণী ঢোলপুকুর সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিমল চন্দ্র রায় (৫০) মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন জানান, আহত স্বপন চন্দ্র রায়কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিমল চন্দ্র রায়ের (৫৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।