জামালপুরে সংঘর্ষ থামাতে গিয়ে নিহত শ্রমিক দল নেতা
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল আজিজ সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার আব্দুল করিম বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ থামানোর চেষ্টা করলে আব্দুল আজিজ ধাক্কা লেগে পাশে পড়ে থাকা কোদালের উপর পড়ে যান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।