ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

ছবি: প্রতিকী

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী রেলগেটের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জামিল হোসেন (১২)। তিনি রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জামিল সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনায় জামিলের বাম হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এক পথচারী মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

সংবাদ পেয়ে চিরিরবন্দর রেলস্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দিনাজপুর রেলওয়ে পুলিশের এসআই রায়হান আলী জানান, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫২০ বার পড়া হয়েছে

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিযুগী রেলগেটের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জামিল হোসেন (১২)। তিনি রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জামিল সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনায় জামিলের বাম হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এক পথচারী মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

সংবাদ পেয়ে চিরিরবন্দর রেলস্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

দিনাজপুর রেলওয়ে পুলিশের এসআই রায়হান আলী জানান, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464