খুলনার ডাকবাংলায় সিএনজি চালক ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
খুলনার ডাকবাংলা মোড়ে সিএনজি চালক ও হকারদের মধ্যে তর্ক-বিতর্কের পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে একটি যাত্রী ভাড়া নিয়ে তর্ক শুরু হলে সিএনজি চালক ও হকারদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এক পর্যায়ে এটি সংঘর্ষে পরিণত হয়, এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের মাঝে কয়েকটি সিএনজি ও মাহিন্দ্র ভাংচুরের ঘটনাও ঘটেছে।
পরে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে কঠোর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলনা থানার ওসি জানিয়েছেন, হকার ও সিএনজি চালকদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কিন্তু পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ট্যাগস :