কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, শাবিপ্রবির ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন, শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৫৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার গ্রহণ করেন।
এই আয়োজন মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করেন।