একটি দল কৌশলে নির্বাচন পেছাতে চায়: রকিবুল ইসলাম বকুল
বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে নির্বাচনের পথ রুদ্ধ করার পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, “ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, তারা দেশের শত্রু। ওলামা সমাজকে এখন থেকেই সতর্ক থাকতে হবে, যাতে কেউ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে।”
গতকাল বিকেলে নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলের অডিটোরিয়ামে খুলনা মহানগর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী আবু নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক হোসেন, সদস্য সচিব মাওলানা আবু মুসা এবং মহানগর সদস্য সচিব হাফেজ মোহাম্মাদ আল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।















